প্রভাবশালী বশীকরণ প্রয়োগ
সামগ্রী- এক হাত জোড়ী
(মন্ত্র সিদ্ধ চৈতন্য) একশ‘ গ্রাম সিন্দুর, তৈলপ্রদীপ
মালা-হকীক মালা
সময়-খাওয়ার সময়
দিন-যেকোন দিন
জপ সংখ্যা- নিত্য ৫১ বার
অবধি- এগারো দিন
দিক- পশ্চিম
মন্ত্র- “ওঁ নমো কট কট
বিকট বিকট ঘোর ঘোর ধূর্জটায় বিকটায় অমুকং মে বশ মানায় স্বাহা।।”
প্রয়োগ-
এর প্রয়োগ যে কোন দিন করা যেতে পারে। এর বিশেষত্ব এই যে খাওয়ার সময়ই একে সিদ্ধ করা
যায়। সবচেয়ে প্রথমে দশ হাজার বার জপ করে একে সিদ্ধ করে নিতে হয় তারপর যখন খেতে বসবে
তখন এই মন্ত্র ৫১ বার উচ্চারন করতে হবে। এতে অমুকের স্থানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম
বলতে হবে, যাকে বশ করতে চাইছেন। এটা দু’বারই খাবার সময় রোজ করতে হবে এবং শুধুমাত্র
১১ দিন করলেই ঐ ব্যক্তি বশ মানবে। এর প্রয়োগের সময় মাত্র ২ বারই ভোজন করা যাবে। এ ছাড়া
অন্য কোন রুপ ভাত বা ফল খাওয়া নিষেধ।
দ্বিতীয় প্রয়োগ- এ ছাড়াও
যে কোন দিন সকালে স্নান, ধ্যানের পর একটা কাঠের তক্তা পেতে তার উপর লাল কাপড় বিছিয়ে
মন্ত্র সিদ্ধ চৈতন্য এক হাত জোড়ী স্থাপন করে তার সামনে তৈল প্রদীপ জ্বালিয়ে লোবান দিয়ে
ধুনো দিতে হবে। এবার এগারো দিনে উক্ত মন্ত্র ও এগারো হাজার দফা জপ পূর্ণ হবার পর চৈতন্য এক হাত জোড়ী সর্বদা নিজের কাছে রাখতে
হবে। এর প্রয়োগের ফলে উক্ত এক হাত জোড়ীতে বশীকরন শক্তি উৎপন্ন হবে। এবার ঐ এক হাত জোড়ী
কোন উচ্চাধিকারীর সাথে দেখা করার সময় বা ইন্টারভ্যু-র সময় অথবা কোর্ট কাছারি যাবার
সময় নিজের পকেটে রেখে দিলে বাঞ্ছিত সফলতা পাওয়া
যায়।