Email:-bdgunman@gmail.com


সেক্সে তৃপ্ত হওয়ার মন্ত্র



সমীক্ষায় দেখা গেছে, ৭৫ শতাংশ পুরুষ ও ৭৪ শতাংশ নারী যৌনতার সময় I Love You বলেন। এবং তাঁরা প্রত্যেকেই চূড়ান্ত তৃপ্ত। 

সমীক্ষাটি করা হয়েছিল ৩৯,০০০ হেটেরোসেক্সুয়াল দম্পতিকে নিয়ে। যাঁদের বিয়ে হয়েছে অনন্তপক্ষে ৩ বছর। দেখা গেছে, যাঁরা সেক্স করার সময় প্রেমের কথা বলেন, তাঁরা মানসিক ও শারীরিক দু-ভাবেই তৃপ্ত। কিন্তু যাঁরা স্রেফ ক্রিয়া করেই খান্ত হন, তাঁদের তৃপ্ত হওয়ার সম্ভাবনাও কম। এও দেখা গেছে, যাঁরা ওই সময় সঙ্গীর রূপের প্রশংসা করেন, তাঁদের সেক্সের তীব্রতাও বেড়ে যায়। এমনকী, সেক্স করার সময় মজার জোক বলে হাসাহাসি করলেও নাকি তৃপ্ত হওয়া যায়।

এ তো গেল বিদেশি সমীক্ষার রিপোর্ট। এদেশের মানুষের মধ্যেও তৃপ্ত হওয়ার বাসনা কম নয়। অনেক উপায় অবলম্বন করেন আজকালকার আধুনিক দম্পতিরা। চকোলেট সস থেকে সফ্ট মিউজিক। একটাই কথা বলার, যদি sms-এ বা হোয়াটস্অ্যাপে বারংবার প্রেম জাহির না করে ওই বিশেষ সময়টায় ব্যাপারটার প্রকাশ ঘটান, ফল পাবেন হয়তো। সাধে কি I Love You কে ম্যাজিকাল বলা হয়!