ফুল পড়া দ্বারা প্রেমিকাকে পাগল করার তদবীরঃ
সাতটি সুগন্ধি ফুল নিয়ে প্রত্যেক ফুলের উপর সাতবার নিম্নের আয়াত পাঠ করে দম দিবে। উভয়ের নাম এবং তাদের উভয়ের মাতার নাম উল্লেখ করতে হবে। তারপর সে ফুল প্রেমিককে দিবে, খেয়াল রাখবে সে যেন ফুলের ঘ্রান নাকে গ্রহন করে তবেই তার উদ্দেশ্য সফল হবে। ফুলের ঘ্রান নেওয়ার সংগে সংগে উভয়ের মাঝে মহব্বতের নহর বইতে শুরু করবে।
কালামঃ য়া লাকাদ ফাতান্না সুলায়মানা ওয়াল কায়না আলা কুরসিয়িহি জাসাদান ছুম্মা আনাবা।