তরীকা- তাবিজ লিখার পুরো শর্ত অনুযায়ী এই তাবিজটি লিখে একটি বাচ্চার গলায় পড়াইতে হবে ২য় তাবিজটি পানিতে ঘুলাইয়া খাওয়াতে হবে।
বাচ্চার অনেক কান্না- কাটি এবং অনেক জিদ কমানোর তদবীরঃ
তরীকা- যে বাচ্চা অনেক কান্না-কাটি করে আর ঘরের লোক অনেক পেরেশান হয়ে যায় আর বাচ্চার কষ্টটা বুঝা যায় না যে, কেন বাচ্চা কান্না-কাটি করিতেছে তখন এই তাবিজটি লিখে বাচ্চার বালিশের ভিতরে আর একটি বালিশের নিচে রেখে দিলে বাচ্চার কান্না-কাটি বন্ধ হয়ে যাবে। তাবিজ লিখার পুরো শর্ত অনুযায়ী এই তাবিজটি লিখতে হবে।