Email:-bdgunman@gmail.com


যদি কোন মহিলা গর্ভবতি না হইতে পারে তার তদবীর

যদি কোন মহিলা গর্ভবতি না হইতে পারে তাহলে আগে এটি দেখতে হবে যে, স্বামী ও স্ত্রী ডাক্তারি পরীক্ষার করানোর পরে যদি কোন সমস্যা না থাকে তারপরেও গর্ভবতি না হয় তাহলে তাবিজ লিখার পুরো তরীকা অনুযায়ী এই তাবিজটি লিখে বাম হাতের বাহুতে বেঁধে নিতে হবে। তারপর স্বামীর সাথে মেলা-মেশা  করতে হবে আর সেই সময় এটি মনে রাখতে হবে যে, আল্লাহ আমাকে সন্তান দান করেন। অবশ্যই এই মেলা-মেশাটি মাসিক

বন্ধ হওয়ার পর থেকে ৩ দিন থেকে নিয়ে ১২ দিনের মধ্যে এই কাজটি করতে হবে। انشآء اَللہ عَزَّوَجَلَّ এইভাবে কয়েকটি মাস করিলে সন্তান গর্ভে চলে আসবে।

 যদি কোন মহিলা গর্ভবতি না হইতে পারে তার ২য় তদবীর:

 যদি কোন মহিলা গর্ভবতি না হইতে পারে তাহলে আগে এটি দেখতে হবে যে, স্বামী ও স্ত্রী ডাক্তারি পরীক্ষার করানোর পরে যদি কোন সমস্যা না থাকে তারপরও গর্ভবতি না হয় তাহলে দুই রাকাতা নামাজ আদায় করিতে হবে এবং একটি স্ট্যাম্প পেপার কাছে রাখতে হবে, দুই রাকাত নামাজ এই ভাবে পড়তে হবে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরছি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইজাজাআ, যখন নামাজটি শেষ হয়ে যাবে ১০ বার দরুদ শরীফ পড়ে ঐ নামাজ ও দরুদ শরীফের সওয়াব          ( رسول اکرم صلی اللہ علیہ وسلم  ) এর রওজামোবারকে পৌঁছে দিয়ে উনার কাছে খুব বেশী করে কান্না-কাটি করে দোয়া করতে হবে। তারপর মুসক ও জাফরানের কালি দ্বারা তাবিজটি লিখার পরে তরীকা অনুযায়ী এই তাবিজটি গোলাপ পানিতে ঘুলাইয়া ঐ পানি স্বামী এবং স্ত্রী দুইজন অর্ধেক অর্ধেক করে খেয়ে নিতে হবে। তারপর স্বামীর সাথে মেলা-মেশা  করতে হবে আর সেই সময় এটি মনে রাখতে হবে যে, আল্লাহ আমাকে সন্তান দান করেন। অবশ্যই এই মেলা-মেশাটি মাসিক বন্ধ হওয়ার পর থেকে ৩ দিন থেকে নিয়ে ১২দিনের মধ্যে এই কাজটি করতে হবে।  انشآء اَللہ عَزَّوَجَلَّ এইভাবে প্রথম মাসে যদি গর্ভবতি না হয় তাহলে কয়েক মাস করিলে সন্তান গর্ভে চলে আসবে।

 علی علی علی علی علی علی علی طہ طہ طہ طہ طہ طہ طہ کھیعص کھیعص کھیعص کھیعص کھیعص کھیعص کھیعص حمعسق حمعسق حمعسق حمعسق حمعسق حمعسق حمعسق ھو ھو ھو ھو ھو ھو ھو الا الا الا الا الا الا الا وصلی اللہ علیٰ خیر خلقہ محمد و الہ الطاھر ین برحمتک یا ارحم الرحمین  ۔  

 যদি কোন মহিলা গর্ভবতি না হইতে পারে তার ৩য় তদবীর:

যদি কোন মহিলা গর্ভবতি না হইতে পারে বা প্রথম সন্তানের পর আর গর্ভবতি না হয়, তাহলে আগে এটি দেখতে হবে যে, স্বামী ও স্ত্রী ডাক্তারি পরীক্ষার করানোর পরে যদি কোন সমস্যা না থাকে তারপরও গর্ভবতি না হয় তাহলে এই তাবিজটি খুবই কার্যকারী। তাবিজ লিখার তরীকা অনুযায়ী তাবিজটি লিখতে হবে, তারপর একটি নাবালক মেয়ে থেকে ঐ মহিলার পা থেকে মাথা পর্যন্ত একটি সুতা দিয়ে মাপ নিতে হবে আর ঐ সুতায় তাবিজটি গলায় পরতে হবে।  انشآء اَللہ عَزَّوَجَلّ যে রকম বাঁধা বিঘ্রন্ন থাকনা কেন সন্তান লাভ অবশ্যই হবে। انشآء اَللہ عَزَّوَجَلّ  তারপর স্বামীর সাথে মেলা-মেশা  করতে হবে আর সেই সময় এটি মনে রাখতে হবে যে, আল্লাহ আমাকে সন্তান দান করেন। মাসিক  বন্ধ হওয়ার পর থেকে ৩ দিন থেকে নিয়ে ১২দিনের মধ্যে এই কাজটি করতে হবে।