Skip to main content
Email:-bdgunman@gmail.com
যদি কোন ছেলে-মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের কোন পাত্র-পাত্রী আসছে না বা আসছে কিন্তু সম্পর্ক হচ্ছে না এভাবে সময় পার হয়ে যাচ্ছে তবু বিয়ের কোন সমাধান হচ্ছে না। তখন কোন গ্রহের ভালো অবস্থানে এই তাবিজ লেখার পুরো শর্ত অনুযায়ী তাবিজটি একটি সাদা কাগজে লিখতে হবে। তারপর ঐ কাগজকে লম্বা করে ভাজ করে চিকন করে নিতে হবে এবং তারপর ঐ কাগজটি চিরুনীর সাথে বেঁধে দিতে হবে। আর ঐ চিরুনী দিয়ে দিনে ৩ বার করে মাথা আচরাতে হবে কম হলেও দিনে একবার মাথা আচরাতে হবে। মাথা আচরানোর সময় এটি খেয়াল রাখতে হবে যে, তাবিজটি চুলের সাথে স্পর্শ হতে হবে।انشاء اللہ عزوجل খুব শিগরিই বিয়ের জন্য পাত্র-পাত্রী আসা শুরু হয়ে যাবে।