তরীকা-যে, মহিলার মাসিক অল্প হয় সে কারণে কোন সমস্যা হয় তাহলে এই দোয়াটি লিখে কোমরে বাঁধতে হবে আর তাবিজটি বাচ্চা দানির সামনে ঝুলাইয়া রাখতে হবে। انشآء اَللہ عَزَّوَجَلَّ এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
যদি কোন মহিলার মাসিক বন্ধ হয়
তরীকা- যদি কোন মহিলার মিনস বন্ধ হয় যায় বা কম হয় তখন এই তাবিজটি লিখার পুরো শর্ত অনুযায়ী লিখে ডান রানে বেঁধে রাখতে হবে। انشآء اَللہ عَزَّوَجَلَّ মাসিকশুরু হয়ে যাবে।