যদি কোন মহিলার মাসিক রোগে আক্রান্ত হয় যেমন- অতিরিক্ত রক্ত যাওয়া, রক্ত ন্ধ না হওয়া তাহলে এই তাবিজটি লিখিয়া কোমরে বাঁধতে হবে এবং তাবিজটি নাভির নিচে রাখতে হবে। ইনশাআল্লা মাসিকের অতিরিক্ত রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে।
যে, মহিলার
মাসিক রক্ত অনেক যায় তার তদবীর:
যদি কোন মহিলার মিনসে রক্ত অনেক যায় আর শরীর অনেক দূর্বল হয়ে যায় এবং কোন ওষুধে কোন কার্যকর না হয় তখন এই দোয়াটি একটি সাদা কাগজে লিখে কোমরে বাঁধতে হবে। তাবিজটি বাচ্চা দানির নিচে ঝুলে থাকবে। انشآء اَللہ عَزَّوَجَلَّ অতিরিক্ত রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে।