শ্যামা সাধনা (বশিকরন)
বশিকরন মন্ত্র:
হক তানি হাত কানি ছুফাহানি নূর, দোহায় থাকি ফাতেমার অমুকের আত্তার আত্তা। অমুক অমুকের দিকে টানিয়া দে। অমুক অমুকের বশিকরন হইতে অন্য জনে যদি যায়। দোহায় আল্লাহর কোরআন লড়ে চড়ে, সাত জাহান্নামের আগুনে পুড়ে।
বিধি:
প্রথমে গুরুর অনুমোতি প্রয়োজন, অনুমোতি নিতে চন্ডিবরন দিতে হবে। এই মন্ত্র দিয়ে যেকোনো মানুষকে মাত্র ৭ দিনে বশ করা যায়।