শক্তিশালী রক্ষা কবজ ব্যবহার ভয়ঙ্কর
নজর দোষ থেকে দুরে থাকুন আনন্দময়
জীবনের খোজে, স্বপ্ন পূরনের
অঙ্গিকার নিয়ে, ঝামেলা ও
দুশ্চিন্তা ময় জীবন থেকে একটু দুরে
আপনাকে বিচরন করাবো, স্বপ্নীল
অনুভুতিতে ভরে উঠবে আপনার হৃদয় ময়।
আপনাদের মনো দৈহিক, পারিবারিক,
সামাজিক সমস্যা গুলোর সমাধান
দিতে আমরা নিরলোস কাজ করে
যাচ্ছি, আমরা আজ যে বিষয়টি নিয়ে
পোষ্ট করছি তা ইদানিং সময়ে
আমাদের কাছে আসা সর্বাধিক
ক্লাইন্টের সমস্যার মধ্যে একটি বড়
সমস্যা অনেকে আমাদের কাছে
যানতে চাইছে, তাদের দুর্ভাগের
অবসান ঘটানো সম্ভব কি না, আসলে
মানুষের জীবনে একটি নাটকিয়
ঘটনাপ্রদ একটি বিষয়, এখানে কখন সু-সময়
কখন বা দুঃসময় চলতেই থাকে তবে কিছু
কিছু মানুষের দুর্দিন যেন তাদের পিছ
ছারতেই চায় না, নিখুত ভাবে একটি
ভালো কাজ করলেও দেখা যায় তার
ফলাফল সম্পূর্ণ উল্টো হয়ে ধরা দেয়,
আপনি হয়তো খুব ভালো পরিক্ষা
দিলেন রেজাল্ট দেখে আপনার
নিজেরই চক্ষু চরক গাছ, আপনার সাথে
র্দিঘ্যদিনের সর্ম্পক্য রয়েছে একটি
ছেলে বা মেয়ের হটাৎ কোন কারন
ছাড়াই সে আপনাকে ফেলে অন্যের
টানে চলে গেল, আপনার সুখের
সংসারে হটাৎ করে কালো মেঘের
ঘনঘটা দেখা দিয়েছে, এমন হাজারো
সমস্যা যা আপনাকে গিলে খাচ্ছে
এসবের পিছনে অনেক কারন থাকতে
পারে তবে সব চাইতে যে বিষয়গুলো
গুরুত্বর্পূন সেগুলো হচ্ছে-প্রথমত নজর দোষ,
দ্বিতীয়ত গ্রহদোষ, তৃতিয়ত কর্মফল।
আসলে এসব আমরা যদি একটু বুঝে শুনে
চলি তাহলে এই সমস্যাগুলোরে
অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব
আবার প্রতিকার করাও সম্ভব। অনেকে
তন্ত্রবিদ্যার উপর বিশ্বাষ বা আস্থাই
রাখে না। কিন্তু এটা এখন
বৈজ্ঞানিক ভাবে প্রমানিত যে
মানুষের চোখের চাহুনির একটি
বিশাল প্রভাব পড়ে মানুষের জীবনে,
পার্শ্ববর্তি দেশ ভারত চিন হতে শুরু
করে পশ্চিমা দেশগুলোতেও এখন এই নজর
দোষ ও এ থেকে মুক্তির বিভিন্ন তদবীর
বা উপায় বের করা হয়েছে। এরপর আসছি
গ্রহদোষ নিয়ে আমরা জানি আমাদের
পৃথিবী নামক গ্রহটিকে ঘিরে আরো
অশংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ঘুরে
বেরাচ্ছে, আর এ সবের প্রতক্ষ্য ও পরক্ষ
প্রভাব আমাদের পৃথিবীতে ব্যপক
ভাবে রয়েছে যা আমাদের জীবনের
সাথেও সর্ম্পূনরুপে জরিত। আমরা
প্রাচীন কাল থেকেই তান্ত্রিক জগত
বা জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহ নক্ষত্রের
প্রভাব সর্ম্পক্যে জেনে আসছি, একটি
মানুষকে রাস্তার ভিক্ষুক থেকে
সর্ব্বাধিনায়ক, আবার সন্মানের চরম
সিমা থেকে রাস্তার ভিক্ষুক
বানাতে যার অবদান অপরিসিম।