Email:-bdgunman@gmail.com


ভালোবাসার পান পড়া মন্ত্র



এলাকার প্রতিবেশি কোন মেয়ে মানুষ বশীভূত করার লাইগিয়া এই মন্ত্রটি ব্যবহার করা যাইতে পারে । যখন আপনার পছন্দের নারী আপনাকে ঘৃণা করে,, কিছুতেই তাহারে নিজের আয়ত্বে আনা সম্ভব হচ্ছে না,, এমন পরীস্থিতিতে নিচেঁর মন্ত্রটি এক নাগারে চাঁর বার পাঠ করে শেষে পান অথবা খাদ্য দ্রব্যতে তিনটি ফুত্‍কার দিয়ে খাওয়ালে উক্ত মেয়ে মানুষ আপনার বশতা সিকার করবে। তবে প্রেমার স্থানে উক্ত নারীর নাম বলতে হেইবে,, 
মন্ত্রটিঃ>>> নজরে নজরে নজরে জ্বলে আগুন,, (প্রেমার) হাত বান্দি,, পাও বান্দি,, বিছানা পাটি সেখানে শুইয়া থাকে বান্দি আড়াই মাটি,, ঘর ছার,, দুয়ার ছার,, আমাকে নিয়া বাস কর,, আমাক ছাড়িয়া অন্যদিকে চাঁস,, দোহাই তোর ধর্মের,, এ কাম করিয়া গেল আর জয়দেবি কালকে চন্ডির মায়ে,, এ কথা হেলিস ঠেলিস ঈশ্বর মহাদেবের পুঁজা,, ।।