চরমপুলক নারীদের একটি সাধারণ যৌন সমস্যা। এই সমস্যা পুরুষেরও হতে পারে। চরমপুলক ছাড়া যৌনমিলন অসমাপ্ত থেকে যায়। সে ক্ষেত্রে চরমপুলকের প্রয়োজন রয়েছে। যে সব নারী বা পুরুষ চরমপুলক পায় না, তাদের নিজের প্রতি শ্রদ্ধাবোধ কমে যেতে পারে। চরমপুলকের এই সমস্যার জন্য দায়ী অধিকাংশ কারনগুলোই মনোদৈহিক। যেমন-
১. যৌনতার ব্যাপারে ভীতি।
২.যৌন সঙ্গীর কাজ থেকে আঘাত পাওয়া।
৩. নিচু মাত্রার যোগাযোগ।
৪. যৌন মিলনে ব্যর্থ হওয়ার আশঙ্কা।
৫. যৌন উদ্দীপনা না বুঝতে পারা।
৬. পূর্বে কোনো তিক্তকর যৌন অভিজ্ঞতা।
৭. ধর্মীয় বাধা।
৮. লেসবিয়ানিজম।
৯. কৈশোর থেকেই যৌনতা সম্পর্কিত ভূল ব্যাখ্যা গ্রহন।
১০. যৌন সঙ্গীর পুরুষত্বহীনতা।
অন্যান্য কারন :-
১. নিউরোলজিক্যাল।
২. গাইনোকলজিক্যাল।
৩. হরমোনাল।
চিকিৎসা :-
দীর্ঘদিন ধরে যদি নারী বা পুরুষ চরমপুলক না পায় তবে যৌন মিলনে সমস্যার সৃষ্টি হতে পারে। কাজেই এ ব্যাপারে যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয় উচিত। সাধারনত চরমপুলক জনিত সমস্যার ক্ষেত্রে ডাক্তারী চিকিৎসাগুলো হলো-
১. বিহেভিয়ার থেরাপি।
২. কিজেল ব্যায়াম।
৩. গ্রুপ থেরাপি।
৪. সেক্স থেরাপি।
৫. হেলেন কপলান থেরাপি।