আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব থাকে। যোগাযোগ থেকে শুরু করে খাবারের মেন্যু সব কিছুতেই থাকে তাঁদের প্রভাব। ভারতের এমনই প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ২০০৩ সাল থেকে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে ইন্ডিয়া টুডে। চলতি বছরের তালিকায় দেশটির ৫০ জন ক্ষমতাশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে তারা। ইন্ডিয়া টুডে’র প্রকাশিত সেই তালিকায় থাকা ব্যক্তিদের নিয়ে বাংলা ইনসাইডারের এই বিশেষ ধারাবাহিক আয়োজন।
ছিলেন একজন যোগ (ইেযাগা) গুরু। সেখান থেকে এখন ভারতের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান ভোগ্যপণ্য প্রস্তুতকারক কোম্পানির মালিক। ২০১৫-১৬ অর্থবছরে তাঁর প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ ধারণা করা হচ্ছে ৫ হাজার কোটি রুপি। তিনি ভারতের অতি জনপ্রিয় ব্যক্তিত্ব বাবা রামদেব।
তাঁর প্রতিষ্ঠিত পতঞ্জলি কোম্পানির পণ্য সংখ্যা হাজারের উপরে। এছাড়া পুরো ভারতজুরে পতঞ্জলির ৪৭ হাজার স্টোরের মাধ্যমে দেশটির জনগণের দুয়ারে পৌঁছে গেছে।
শুধু পণ্য বিপণন নয়, বিজ্ঞাপনের দিক থেকেও অন্য সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে দিয়েছে বাবা রামদেবের পতঞ্জলি। ২০১৬ সালে পতঞ্জলি প্রতিদিন ২০ ঘণ্টা করে বিজ্ঞাপন প্রচার করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সহায়তায় তিনি খুব অল্প সময়ের মধ্যে তাঁর এই পতঞ্জলি সাম্রাজ্যের বিস্তার করেছেন। এমনকি আমলাতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৭৫ শতাংশ ছাড়ে মহারাষ্ট্র সরকারের কাছ থেকে তাঁর ফুডপার্কের জন্য জমি কেনেন।
বর্তমানে বিপুল সম্পদের মালিক হলেও এখনও নিজের সেই বাজাজ স্কুটার ব্যবহার করেন বাবা রামেদব। ভারতের জনপ্রিয় এই ইয়োগা গুরু বেইজিং অলিম্পিকেও অংশগ্রহণ করেছেন। টিভিতে নিয়মিত ইয়োগা শো করেন।
তাঁর পরবর্তী উত্তরাধিকার সম্পর্কে বাবা রামদেব বলেন, ‘আমাদের আশ্রমে আমরা শতশত রামদেব তৈরি করছি।’