শাবর মন্ত্রঃ
শাবর মন্ত্র বিদ্যা এক অত্যন্ত গহন ও গুর বিদ্যা । যা আজ ভারতের বিভিন্ন প্রান্তে পুরুসাক্রমে এই মন্ত্রের সাধনা করে থাকে । গ্রামীণ এলাকাতে তাদের কণ্ঠস্থ । আজকের উত্তেজনা পূর্ণ সমাজে মানুষ সাধনা করে শাবর মন্ত্রের সাহায্য নিয়ে তার সঙ্কটের অবসান করে তার ইচ্ছা পূর্তি করেন ।
১ গুরু কাছে জ্ঞান প্রাপ্ত কর ।
২ গুরু দীক্ষা নিতে হবে ।
৩ ব্রহ্মচর্য পালন করতে হবে ।
৪ গুরুকে পরাত্মমা হিসাবে ভক্তি ও বিশ্বাস রাখতে হবে ।
৫ মন ও শরীর পবিত্র রাখুন ।
৬ প্রাচীন তন্ত্র শাস্ত্রে বিশ্বাস রেখে সাধনা করুন ।
৭ মাংস , মদ ভোজন করবেন না
৮ অন্য কোন ব্যক্তি কে আপনার সাধনার বিষয়ে জানাবেন না ।
৯ সাধনার শুদ্ধ ও একান্ত স্থান বেছে নিন ।
১০ স্বচ্ছ ও শুদ্ধ বস্ত্র পড়তে হবে ।
১১ একলা একান্ত স্থানে সাধনা শুরু ক্রুন ।
১২ সুগন্ধি ধুপ ও শুদ্ধ ঘি এর অখণ্ড প্রদীপ জ্বালাবে ।
১৩ সাধনা নিয়মিত সময়ে করতে হবে ।
১৪ পুস্তকে বর্ণিত মন্ত্র বিধি পূর্বক জপ করতে হবে ।
১৫ জপের সময় রাগ , দ্বেষ , ঝগড়া ঝাটি করবে না ।
১৬ মিথ্যা কথা বলবে না ।
১৭ সাধনার সময় কোন নেশা করবে ।
১৮ সাধনার শান্ত , মৌন থাকার চেষ্টা করবে ।
১৯ প্রথমে নিজের রক্ষা মন্ত্র পাঠ করবে ।
২০ সাধনা কালে ফুল ফল , নৈবেদ্য তাজা আর শুদ্ধ হতে হবে ।
২১ সাধনা সময় রাত্রি কালে করতে হবে ।
২২ সাধনার সাধকের সামনে এক ঘটি জল রাখতে হবে , সাধনার শেষে কোন গাছে ঢেলে
দিতে হবে ।
আমরা শাস্ত্র সম্মত সাধনা সিদ্ধির জন্য দেব দেবীর কৃপা পাবার জন্য দেব দেবীর স্তুতি করি কিছু বিধি বিধানের সাথে । শাস্ত্র সম্মত উচ্চারন ও শুদ্ধতা ধ্যান রাখতে হয় । তবে মন্ত্র সিদ্ধ হয় । তখন দেবী দেবতার কৃপা বর্ষিত হয় আপনার উপর । কিন্তু শাবর মন্ত্র ভগবান শিবের মুখ থেকে নির্গত । তাই এই মন্ত্র সিদ্ধ মন্ত্র । এই মন্ত্র সিদ্ধ করার প্রয়োজনীয়তা পড়ে না । এর জন্য কোন বৈদিক প্রক্রিয়া অবলম্বন করতে হয় না । কলি যুগে ভগবান শিব আর মা পার্বতী জন কল্যাণে তারা শাবর মন্ত্র রচনা করেছেন ।
১ শাবর মন্ত্র সাধনার জন্য জাতি ধর্ম স্ত্রী পুরুষ এর ভেদ নেই । যে কোন ব্যক্তি এই সাধনা করতে পারে ।
২ সাধনার পূর্বে মন্ত্রের প্রতি নিষ্ঠা ,আত্ম বিশ্বাস আর গুরুর আশীর্বাদ নিয়ে এই সাধনা করতে হবে ।
৩ মন্ত্র সাধনার স্থান স্বচ্ছ ও পরিষ্কার স্থানে করতে হবে ।
৪ একাগ্রতার সাথে করতে হবে ।
৫ মন্ত্র সাধনা রাত্রি বেলা শান্ত পরিবেশে করতে হবে ।
৬ জন কল্যাণে সাধনা করতে হবে ।
৭ মন্ত্র জপের জন্য রুদ্রাক্ষ মালার সাহায্য নিতে হবে ।
৮ ধুপ দীপ জ্বালাতে হবে ।
৯ সাধনা কালে অনেক প্রকার ভয় ভীতির অনুভুতি আসতে পারে তাতে ভয় পাবেন না ।
১০ সাধনা কালে শ্বেত বা লাল বস্ত্র ধারন করবেন ।
১১ শাবর মন্ত্র গ্রহণ কালে সাধনায় খুব উপযুক্ত ।
১২ সাধনা হোম যজ্ঞ করতে হবে ।
১৩ মেরি ভক্তি গুরু কে শক্তি
১৪ নৈবেদ্য নিবেদন করতে হবে ।