যে কোনো নারীকে আপন করে পাওয়ার চাকমা মন্ত্রঃ
মন্ত্রঃ বিসমিল্লিহর রহমানির রহিম
কাল যম কৌড়ি পন্তা,
শিফা যম শিবের মাথা-
চৌন্য যম কামেশ্বরী;
নাগমাতা মৌন্য নারী.!
আয় অমুক মোর কাছে,
কথা কমু নিদ্রাযছে-
মোর কাছে দে ধরা;
সমুদ্রুতে লাগুক ক্ষরা.!
ছাড় ছাড় ছাড়,
অমুক অমুকের মাও মাসি ছাড়-
ছাড় ছাড় ছাড়;
অমুকের চৌদ্দ গুষ্ঠি ছাড়.!
মোরে ছাড়ি যদি,
অন্য দিকে চাস-
দোহায় ধর্মের লাগে;
কার্তিক গণেশের মাথা খাস।
নিয়মঃ মন্ত্রটি ৩১২ দফা পাঠ করে মুখস্ত করতে হবে। তারপর ২১ দফা পাঠ করে প্রয়োগ করতে হবে।
নোটঃ ছোট-খটো বিষয়ে মন্ত্র প্রয়োগ নিষেধ।